সেবা সমূহ | সেবা প্রাপ্তির স্থান | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির সময়সীমা | প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা |
পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ প্রদান। | বালাগঞ্জ ইউনিয়ন | পল্লী এলাকার দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠী | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম। | বালাগঞ্জ ইউনিয়ন | এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ। | লক্ষ্যভূক্ত গ্রাম | লক্ষ্যভূক্ত পরিবারের সদস্য | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
আশ্রয়ণ/ আবাসন কার্যক্রম। | নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্র | নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্রের সমিতির সদস্য | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
বয়স্ক ভাতা। | বালাগঞ্জ ইউনিয়ন | ৬৫ বৎসর ও তদুর্ধ দুঃস্থ এবং অসচ্ছল পুরুষ ও মহিলা | ৩ মাস পরপর | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। | বালাগঞ্জ ইউনিয়ন | ৩০ বৎসরের উর্ধে সকল ধরনের অসচ্ছল প্রতিবন্ধী পুরুষ ও মহিলা | ৩ মাস পরপর | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান। | উপজেলা সমাজসেবা অফিস | সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার |
প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি। | উপজেলা সমাজসেবা অফিস | বিদ্যালয়ে অধ্যয়ণরত সকল স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থী | ৩ মাস পরপর | উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম। | বালাগঞ্জ ইউনিয়ন | অসচ্ছল মুক্তিযোদ্ধা | ৩ মাস পরপর | উপজেলা সমাজসেবা অফিসার |
বেসরকারী (এতিম প্রতিপালন) এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান। | বালাগঞ্জ ইউনিয়ন | বেসরকারী এতিমখানায় ৫ থেকে ১৮ বছর বয়সী পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার |
স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্ত্বাবধান। | উপজেলা সমাজসেবা অফিস | স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান, ক্লাব,সংস্থা,সমিতি ইত্যাদি | চলমান কার্যক্রম | উপজেলা সমাজসেবা অফিসার
কী সেবা কীভাবে পাবেনবয়স্ক ভাতা কারা পাবেন
দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০ (তিন হাজার) টাকা; শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়; তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, বিপতনীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়; যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পুর্ন অর্ত খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না; ভুমিহীন বয়সক্ ব্যক্তি।
বিধবা ভাতা কারা পাবেন
ক) বয়ঃবৃদ্ধ অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলারা অগ্রাধিকার পাবে খ) যিনি দুঃস্থ অসহায় প্রায় ভূমিহীন বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছরের নিচে দুটি সমত্মান রয়েছে গ) দুঃস্থ দরিদ্র বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা অগ্রাধিকার পাবে।
প্রতিবন্ধী ভাতা কারা পাবেন
ক) ৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না। যিনি চাকুরিজীবী কিংবা পেনশনভোগী নন। খ) প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪ হাজার টাকার কম।
প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিকারা পাবেন সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছরের উর্ধে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬হাজার টাকার নিচে।
মুক্তিযুদ্ধা সম্মানী ভাতা কারা পাবেন
ক) মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২ হাজার টাকার উর্ধে নয় খ) মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে২টি তালিকায় অর্ন্তভূক্ত সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS